শ্রমিক নেতা সাইফুল ইসলামের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম শুভ্র এর পিতা বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ ক্বারি মাওলানা আব্দুল মান্নান দেওয়ান আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে ইন্তেকাল করেন । এই আলেমে দ্বীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ ও সেক্রেটারি মাওলানা আবু রাকিব। নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন “মরহুম আলেমে দ্বীন আজীবন ইসলাম এর প্রচার ও দ্বীন কায়েমের স্বপ্ন দেখতেন ব্যাক্তি গত জীবনেও ইসলামের আলোকে জীবন পরিচালনার অদম্য চেষ্টা করে গেছেন।” নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও সকল ভাল কাজের প্রতিদান হিসেবে জান্নাতের উচু মাকাম কামনা করেন । এছাড়া মরহুমের পরিবারকে ধৈর্য ধারনের জন্য মহান রবের নিকট শক্তি কামনা করেন ।