শ্রমিক নেতা পলাশের রোগ মুক্তি কামনায় মহানগর জামায়াত
করোনা আক্রান্ত শ্রমিক নেতা পলাশের আশু রোগ মুক্তি কামনা নারায়ণগঞ্জ জামায়াত মহানগরী আমীরের।
আদর্শ স্কুল নারায়ণগঞ্জের প্রাক্তন ছাত্র, নারায়ণগঞ্জ এর শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ দুঃখ প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, কাউসার আহমেদ পলাশ একজন শ্রমিক নেতা। তিনি সর্বদাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে গেছেন।
তিনি বলেন, শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ এর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে আমরা দুঃখিত। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা- আল্লাহ যেন কাউসার আহমেদ পলাশ কে অতি শীঘ্রই রোগমুক্তি দান করেন এবং ভবিষ্যতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে আরো অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করেন।