শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসতে হবে- মাওলানা মঈনুদ্দিন আহমাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী , নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আজ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ তার বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠী সম্পন্ন এ দেশে অসহায় মানুষ আজ শীতে সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে। অসহায় দরিদ্র মানুষগুলো টার্মিনালে, রেলস্টেশনে, ফুটপাতে রাত্রিযাপন করছে। সুতরাং এখনই সময় ঐসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের সহানুভূতির হাত বাড়ানোর জন্য তিনি আহ্বান জানান । শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী সেক্রেটারী মাওলানা আবু রাকিব। উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারী আবু ওয়াসিফ, মহানগরী সমাজ কল্যাণ সেক্রেটারী মাওলানা জামাল হোসাইন, জেলা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমাদ প্রমুখ, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানার আমীর হাফেজ মাওলানা এইচ এম নাসির উদ্দীন ও জেলা জামায়াতের আইটি বিভাগের সদস্য আবু বকর সিদ্দিক।