শীতলক্ষ্যা নদীতে তিন বন্ধুর একসাথে মৃত্যুর ঘটনায় মাওলানা মঈনুদ্দিন আহমদের গভীর শোক ও সমবেদনা
নারায়ণগঞ্জ শহরের পূর্ব পাশে ঘেষেই শীতলক্ষা নদী। নদীর খুব কাছের মহল্লা নারায়ণগঞ্জ শহরের পরিচিত এলাকা খানপুর। এখানেই বেড়ে ওঠে ছিলেন তিন বন্ধু সিফাত, পাওনা ও শাহ পরাণ ওরফে জীম। গত ১৫ অক্টোবর রাত ৯:৩০ টার সময় শীতলক্ষা নদীতে নৌকা ডুবিতে ছোট বেলা থেকেই এক সাথে বেড়ে ওঠা তিন বন্ধু এক সাথে মৃত্যু বরন করেন।”ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। তাদের এই মর্মান্তিক মৃত্যতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলান মঈনুদ্দিন আহমদ। তিনি বলেন মৃত্যুর সকালের জন্য অবধারিত হলেও কিছু কিছু মৃত মানুষের অন্তরকে গভীরভাবে আহত করে। তিন বন্ধুর মৃত্যুর ঘটনা এরকমই একটি ঘটনা যার শোক বহন করা খুবই কষ্টদায়ক। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাতে দাখিল করেন এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন কে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।
তিনি আরো বলেন , “নারায়ণগঞ্জের শীতলক্ষার নদীতে এজাতীয় মর্মান্তিক ঘটনা আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যাতে আমাদের অনেকের মূল্যবান জীবন কেড়ে নিচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এজাতীয় দুর্ঘটনা রোদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি।”