15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

শাহাদাতের চেতনায় অনুপ্রাণিত হয়ে কর্মীদের ইসলামী সমাজ বিনির্মাণে সর্বাত্নক ভূমিকা রাখতে হবে-মাওলানা মাঈনুদ্দীন আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ পূর্ব থানার উদ্যোগে থানার অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।মহানগরীর কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানার আমীর এইচ এম নাসির উদ্দীনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী ফরীদ উদ্দীনের পরিচালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা মাঈনুদ্দীন আহমাদ।প্রধান অতিথির বক্তব্যে জনাব মাওলানা মাঈনুদ্দীন আহমদ বলেন যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ, নজরানা ও শাহাদাতের উপর ভিত্তি করেই দেশে দেশে ইসলামের বিজয় নিশান উড়েছিল। কুরবানী আর শাহাদাত ছাড়া কোন সোজা সাপটা পথে কখনো ইসলামের বিজয় আসে নি। তাই বাংলাদেশে ও আল্লাহর দ্বীনকে এই জমিনে বিজয়ী করতে হলে ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগের প্রেরণায় অনুপ্রানিত হতে হবে।আমাদের শহীদ নেতৃবন্দ শাহাদাতের অমিয় সুধা পান করে আমাদের সামনে এরই নজীর রেখে গেছেন। তার আগে সর্বপ্রথম নিজেদের আত্নগঠন করতে হবে।শহীদ নেতৃবন্দের লেখা বইগুলো পড়ে নিয়মিত অনুপ্রেরণা নিতে হবে। নিজেদের জাতির সামনে সত্যের সাক্ষ্য হিসেবে পেশ করতে হবে যেমনটা করেছিলেন নবী,সাহাবা-আজমাঈন,শুহাদা ও সলেহীনরা।
উক্ত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মীদের দিক নির্দেশনামূলক ব্ক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিজে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারী মাওলানা আবু রাকিব। এছাড়া আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারী জনাব আবদুল্লাহ রেদোয়ান, মহানগরীর কর্মপরিষদ সদস্য জনাব আবদুল্লাহ ফারুক, থানার তরিয়ত সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান,থানার অফিস সম্পাদক হাফেজ কামরুল ইসলাম, থানার ওলামা বিভাগের সেক্রেটারী হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন, থানার কর্মপরিষদ সদস্য আবদুস সত্তার মল্লিক সহ থানার অনান্য নেতৃবৃন্দ।