রুকনিয়াতের দায়িত্বকে হৃদয় দিয়ে অনুভব করে বাইয়াতের বন্ধনে আবদ্ধ থেকে দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে-জামায়াত সেক্রেটারী
১৪ আগস্ট শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত ভার্চুয়ালি ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, “রুকন ভাই-বোনদের দায়িত্ব হচ্ছে অজুহাত না দেখিয়ে সব সময় তৎপর থাকা এবং ইখলাছের সাথে দায়িত্ব পালন করা।”