রাজশাহী মহানগরী জামায়াতের সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠিত
২৪ মে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আয়োজনে সদস্যদের নিয়ে শিক্ষাশিবির’২৪ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. কেরামত আলীর সভাপতিত্বে ও মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান প্রিন্স-এর সঞ্চালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক শাহাবউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হুসাইন ও সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সফিকুল ইসলামের দারস এর মধ্য দিয়ে শিক্ষাশিবির এর কার্যক্রম শুরু হয়।