15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

রাজধানীর কাফরুলে আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান এর পক্ষ থেকে ১০০০ জনকে ঈদ উপহার প্রদান

সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে ঈদকে অর্থবহ ও সর্বজনীন করে তোলার জন্য সমাজের সক্ষম ও বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা।
তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল থানা পশ্চিম আয়োজিত কারাবন্দী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা ১৫ আসনে দরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী, পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক। আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আতিক রাইহান প্রমূখ।
আব্দুর রহমান মূসা বলেন, রমজান মাস শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ঈদুল ফিতরও অত্যাসন্ন। তাই সবার জন্য ঈদযাত্রাও নির্বিঘœ করা সরকারের দায়িত্ব। ঈদের খুশী যাতে শ্রেণির বিশেষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বজনীন হয় সে জন্য সরকারকে যথাযথা ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূলত, জামায়াত একটি গণমুখী, আদর্শবাদী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন। আমরা প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত-মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সে ধারাবাহিকতায় আজ আমরা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি। তিনি একজন জনদরদী ও মানব হিতৈশী মানুষ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করায় মানবতার ফেরিওয়ালা খ্যাতি পেয়েছেন।
আমীর জামায়াত আজ মুক্ত থাকলে তার হাতেই অপনারা ঈদ সামগ্রী গ্রহণ করতে পারতেন। কিন্তু তিনি কারারুদ্ধ থাকায় তার যোগ্যতর খেদমত থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। মহানগরীর ভারপ্রাপ্ত আমীর আসন্ন ঈদের আনন্দ সকল শ্রেণির মানুষের সাথে ভাগাভাগী করার জন্য জামায়াতের সকল স্তরের জনশক্তির প্রতি আহবান জানান এবং ঈদের আগেই আমীর জামায়াত ডা. শফিকুর রহমান ও মহানগরী উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন সহ সকল জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন।