রমজানের আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে- জামায়াত ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী
বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল আজ সকালে নগরীর ২ নং রেলগেট এলাকায় অনুষ্ঠিত হয়। মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মন্ডল পাড়া এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগরীর কর্ম পরিষদের সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুল মোমিন । সমাবেশে বক্তারা বলেন সরকার অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে আছে কিন্তু সাধারণ মানুষের কথা ভুলে গেছে। তাই রাতারাতি অবৈধ ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম বৃদ্ধি পেলেও দাম কমানোর কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি। দেশের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে অবিলম্বে সয়াবিন তেল, ভাল,চালসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জোর দাবি জানানো হয়। অন্যথায় সরকারের বিরুদ্ধে এদেশের জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শফিউল্লাহ, সেক্রেটারী সাইফুল ইসলাম রনি, মহানগরীর জামায়াতের কর্মপরিষদ সদস্য এইচ এম নাসিরউদ্দিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।