15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

যারা রাতের ভোটে জনগণের অধিকার হরণ করে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না:সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুদল হালিম

১৫ নভেম্বর সকালে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লালচামারের বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৭৩টি পরিবার ও জেলা সদরে ৩৫টি পরিবারের মাঝে প্রায় ২০০০ ঢেউটিন বিতরণ করা হয়। সুন্দরগঞ্জে ৫টি বসবাস উপযোগী ঘর পরিদর্শন করা হয়। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুদল হালিম এ সফর করেন। উল্লেখ্য যে, আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman ১৯ জুলাই ২০২২ বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা সফর করে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেছিলেন।
মাওলানা আবদুল বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য, টাকা রোজগার ও পাচারের জন্য নয়। যারা রাজনীতির নামে জনগণের জীবন-যাত্রার মান নিয়ে খেলা করছে, যারা রাতের ভোটে জনগণের অধিকার হরণ করে বেগম পাড়া গড়ে তুলেছে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।
মাওলানা আবদুল হালিম আরো বলেন, বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে যেভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরে সালাম পৌঁছে দিয়েছিলাম, তারই অংশ হিসেবে আবারো আপনাদের নিকট সালাম পৌঁছে দিতে এসেছি। ডাঃ শফিকুর রহমানের সেই প্রতিশ্রতি বাস্তবায়নে আজ এই নির্মিত ঘরগুলো আপনাদের মাঝে বুঝিয়ে দেয়া হল। দোয়া করবেন, যেন আমরা সারা দেশব্যাপী যেভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে ছুটে যাচ্ছি, আগামীর দিনেও যেন রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে আপামর জনসাধারণের কল্যাণে সবসময় পাশে থাকতে পারি। আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমারা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ যেন এই ঘরগুলোকে শান্তির নীড় হিসেবে কবুল করেন।
তিনি বলেন, বিপদাপদে মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে আমরা সহায়-সম্বল হারা মানুষের পাশে দাঁড়িয়েছি। এটি একটি মাননিক, সামাজিক ও জনকল্যাণমূলক কাজ। জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল হিসেবে সাধ্যানুযায়ী সকল জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। মানবিক দায়িত্বের অংশ হিসেবেই আজ এই ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হল। এই জাতীয় সহযোগিতা আমাদের অনুগ্রহ নয়। বরং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার। আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের প্রাপ্য অধিকারটুকু পৌঁছে দেয়ার চেষ্টা করেছি মাত্র।”
বিতরণ সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা আমীর ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম। জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও গাইবান্ধার সাবেক আমীর ডাঃ আব্দুর রহীম সরকার, জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি সৈয়দ আবদুস ছালেক, জামায়াত নেতা সাইফুল ইসলাম মন্ডল, আতাউর রহমান, শহিদুল ইসলাম মঞ্জু, অধ্যাপক বদরুল আমীন, হাশেমুজ্জামানসহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
রংপুরের গঙ্গাচড়ায় ঢেউটিন বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার উদ্যোগে আজ বিকালে গঙ্গাচড়া উপজেলায় ২৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। রংপুর জেলা আমীর ও মিঠাপুকুর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আবদুল গণি, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, গঙ্গাচড়া উপজেলা আমীর অধ্যাপক রায়হান সিরাজী প্রমুখ।