মেহেরপুর মুজিবনগর উপজেলা থেকে ৮ জন মহিলাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ মাওলানা এটিএম মা’ছুমের
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা থেকে ৮ জন মহিলাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৩০ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“৩০ ডিসেম্বর জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা শাখার ৮ জন মহিলা কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। নিয়মিত কর্যক্রমের অংশ হিসেবে তারা একটি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। কোনো কারণ ছাড়াই পর্দানশীন এসব নারীদের গ্রেফতার সম্পূর্ণ অন্যায়, অমানবিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ঘরোয়া বৈঠক থেকে পর্দানশীন মহিলাদেরকে গ্রেফতারের ঘটনা সরকারের রাজনৈতিক দেউলিয়াপনা ও বাকশালি আচরণের বহিঃপ্রকাশ। সরকারের নিকট নারী শিশু কেউ নিরাপদ নয়। দীর্ঘদিন যাবৎ মেহেরপুরে সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ওপর যে নির্যাতন চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় নারীদের গ্রেফতার করা হলো। গ্রেফতার-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলনকে দমানো যাবে না।
অবিলম্বে মেহেরপুরে গ্রেফতারকৃত জামায়াতের ৮ জন মহিলাসহ সারাদেশে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”