মেহেরপুর জেলার মুজিবনগর থানা থেকে ১০ জন পর্দানসীন ধার্মিক মহিলাকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার মুজিবনগর থানা থেকে ১০ জন পর্দানসীন ধার্মিক মহিলাকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১১ অক্টোবর এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি বলেন, “পুলিশ মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের স্কুল পাড়ার হুরমত আলীর ছেলে হজরত আলীর বাড়ি থেকে ১০ জন পর্দানশীন ধার্মিক মহিলাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। পর্দানশীন মহিলাগণ সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিলে অংশগ্রহণ করেছিলেন। তারা প্রিয় নবীর জীবনীর উপর আলোচনা শুনছিলেন। মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনীর মতো একটি নিছক ধর্মীয় অনুষ্ঠান থেকে তাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান পালন করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার কোনো এখতিয়ার সরকারের নেই। পুলিশ তাদেরকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে তাদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করেছে, যা খুবই দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা।
আমি পুলিশের এই অন্যায় গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মেহেরপুর জেলার মুজিবনগর থানা থেকে ১০ জন পর্দানশীন ধার্মিক মহিলাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”