15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

মেধাবীদের মেধার বিকাশে জামায়াত বদ্ধপরিকর-মাওলানা মাঈনুদ্দীন আহমাদ

মেধাবীদের সঠিক মূল্যায়ন হলেই একটি দেশ দাঁড়িয়ে যেতে পারে । তাই মেধাবীদের জাতীয় ভাবে মূল্যায়ন জরুরী । একজন মেধাবী শুধু নিজের জন্যই নিজেকে মেলে ধরে না বরং তার নিজের দেশকে যথাযথ প্রতিনিধিত্ব করে থাকে । আর এ সংকল্প থেকেই জামায়াত মেধাবীদের সুযোগ তৈরী করে দিতে বদ্ধপরিকর । নগর সেক্রেটারী জনাব মাওলানা আবু রকীব এর সভাপতিত্বে মেধাবী ছাত্র আশিকুর রহমান সম্রাট কে কম্পিউটার বৃত্তি প্রদান অনুষ্ঠান এ প্রধান অতিথির বক্তব্যে নগর আমির মাওলানা মাঈনুদ্দীন আহমদ এসব কথা বলেন । নগর শাখার সমাজকল্যাণ বিভাগের আয়োজনে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারী মাওলানা এম জামাল হোসাইন । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার আমির আলহাজ কফিল আহমদ ও জামায়াত নেতা ডক্টর নুরুল ইসলাম প্রমুখ ।