মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাজানো মিথ্যা মামলায় পুলিশ রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে জিজ্ঞাসাবাদের নামে পুলিশ রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং রিমান্ড বাতিল করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৭ সেপ্টেম্বর ২০২১ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত সাজানো মিথ্যা মামলা দায়ের করেছে। সরকার পক্ষ ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। আদালত ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তাদেরকে গ্রেফতার ও তাদের পুলিশি রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা সরকারের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেফতারকৃত জামায়াতের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের রিমান্ড বাতিল করে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”