15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

মিরাজের প্রকৃত শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই সমাজ থেকে সকল প্রকার অনাচার ও পাপাচার দূর করা সম্ভব – মাওলানা মাঈনুদ্দীন আহমদ

আজ ১৭ মার্চ সকাল ৮টার সময় “প্রেরণা’ মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ, উত্তর থানার উদ্যোগে “পবিত্র মিরাজের তাৎপর্য ও শিক্ষা” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য ও উত্তর থানার সম্মানিত আমীর জনাব মোঃ জাকির হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওঃ মঈনুদ্দিন আহমদ।আলোচনা সভায় বক্তব্য আরো রাখেন থানা সেক্রেটারি মাওঃ মুজিবুর রহমান শেখ, সহকারী সেক্রেটারি আলমগীর হোসাইন সবুজ,শিহাব উদ্দিন, আব্দুর রাহিম ,আব্দুল কুদ্দুস ,আবু চৌধুরী, ফরহাদুজ্জামান প্রমুখ। প্রধান অতিথি মাওঃ মঈনুদ্দিন আহমদ বলেন “প্রতি বছর মিরাজ আসলেও এর প্রকৃত শিক্ষা না জানা ও না মানার কারণে আজ সমাজ অশান্ত। তাই সমাজের প্রকৃত সুখ ও শান্তি পেতে হলে সূরা বনি ইস্রাঈলের ১৪ দফা বাস্তবায়ন করতে হবে।” তিনি উপস্থিত সকলকে কুরআন অধ্যয়নের মাধ্যমে মিরাজের শিক্ষা সমাজের সর্বস্তরে পৌঁছানোর আহবান জানান।