মানুষের কল্যানে সুবিধা বঞ্চিত অসহায় এবং দুঃখী মানুষের পাশে সব সময় বাংলাদেশ জামায়াতে ইসলামি অবস্থান নিয়ে থাকে-মাওলানা মাঈনুদ্দীন আহমদ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।আজ ২৪ ডিসেম্বর সকালে প্রেরণা মিলনায়তনে ,শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মঈন উদ্দিন আহমদ।বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি মাওলানা আবু নাকিব ও আবু নাফিস ।আরো উপস্থিত ছিলেন জনাব এম এইচ ফারুক ও হাফেজ মাওলানা নাসির উদ্দিন ।শীতবস্ত্র বিতরণপূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দীন আহমদ বলেন,জামায়াত ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করছে ।মানুষের সকল প্রকার সুখে-দুখে এবং সর্ব পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা করার কথা ছিল দেশের সরকারের। সরকারের পক্ষ থেকেই সর্বস্তরের দুঃখী মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু সরকারের দায়িত্বই যথেষ্ট নয়। তাই শীতার্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী এগিয়ে আসছে।শুধু শীতার্ত মানুষের নয় বরং সর্বস্তরে অসহায় বঞ্চিত মানবতার কল্যাণ এর জন্য জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জামায়াত ইসলামী ততোদিন মানুষের কল্যানে সুবিধা বঞ্চিত, অসহায় ও দুঃখী মানুষের পাশে সব সময়পাশে দাঁড়াবে।তিনি সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামির জন্য দোয়া করা জামায়াত ইসলামিকে সহযোগিতার আহ্বান জানান।প্রধান অতিথি আরো বলেন ,আজ শীতার্ত অসহায় মানুষের ঘরে ঘরে এই শীত বস্ত্র দিতে পারাটা ছিল আমাদের মূল কর্তব্য। কিন্তু আমরা তা করতে পারি নাই এবং আগামীতে আমরা চেষ্টা করবো সকল বঞ্চিত মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়ার জন্য ।