মানবতার মুক্তি ও কল্যাণ সাধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে ১২ আগষ্ট বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে
মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে উক্ত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোঃ মোবারক হুসাইন।
সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত ভার্চুয়ালি এ রুকন সম্মেলনে মাগুরা জেলার প্রত্যন্ত অঞ্চলের রুকনগণ অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তাঁর বক্তব্যে বলেন, “দেশকে একটি সুখী-সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে দেশে কুরআনের শাসনের কোনো বিকল্প নেই। মানবতার মুক্তি ও কল্যাণ সাধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ মহতী কাজে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”