মাতৃভাষা বাংলাকে দ্বীন প্রচারের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে- মাওলানা নাসির
মহান ভাষা দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ পূর্ব থানা। পূর্ব থানা সেক্রেটারী ও বিশিষ্ট শিক্ষাবিদ ফরীদ উদ্দিন আহমেদের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য ও পূর্ব থানার সম্মানিত আমীর হাফেজ মাওলানা এইচ. এম নাসির উদ্দীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব থানার সহকারী সেক্রেটারী ও মহানগরী মজলিসে শূরার সদস্য মাওলানা হাবীবুর রহমান, পূর্ব থানার শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ কামরুল হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান সহ অনন্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পূর্ব থানার আমীর মাওলানা এইচ.এম নাসিরউদ্দিন বলেন, “মাতৃভাষা প্রত্যেক জাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তাই সকল আসমানী কিতাব সমূহ সকল জাতির তাদের নিজস্ব ভাষায় নাজিল হয়েছে।” তিনি মাতৃভাষা বাংলাকে দ্বীন প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে এদেশে ইসলামি সমাজ কায়েমের সংগ্রামে এগিয়ে আসান আহবান জানান। আলোচনা সভা শেষে মহান ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মহান ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।