মাওলানা মোঃ আলাউদ্দিন এবং নাসিমুল গনি চৌধুরীসহ ৩ জন নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমীর মাওলানা মোঃ আলাউদ্দিন এবং জেলা কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্য জনাব নাসিমুল গনি চৌধুরীসহ ৩ জন নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৮ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের পর সারাদেশে স্বতঃস্ফূর্ত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নোয়াখালীতে বিক্ষোভ কর্মসূচী পালনের পর ৭ সেপ্টেম্বর গভীর রাতে পুলিশ নোয়াখালী জেলা শাখার আমীর মাওলানা মোঃ আলাউদ্দিন এবং জেলা কর্মপরিষদ ও মজলিসে শূরা সদস্য জনাব মোঃ নাসিমুল গনি চৌধুরীসহ ৩ জন নেতা-কর্মীকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। শধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি এবং জামায়াতকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এভাবে জুলুম-নির্যাতন চালিয়ে ও নেতা-কর্মীদের গ্রেফতার করে কোনো স্বৈরশাসকই তাদের মসনদ টিকিয়ে রাখতে পারেনি। সরকারের একগুঁয়েমী এবং অগণতান্ত্রিক কর্মকাণ্ডে দেশের মানুষ আজ অতিষ্ঠ। আমরা সরকারের একদলীয় স্বৈরাচারী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশে গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতা-কর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি