মহান ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ উত্তর থানায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজ ২১, ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী, নারায়ণগঞ্জ উত্তর থানার উদ্যোগে নগরীর “প্রেরণা” মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয় হয়। নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর জনাব মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওঃ মঈন উদ্দীন আহমদ।বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারী জনাব এম এস ইসলাম। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা সেক্রেটারি মাওঃ মুজিবুর রহমান শেখ ,সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস,মুন্সি আব্দুল্লাহ ফয়সাল ,মনির হোসাইন প্রমুখ। প্রধান অতিথি মাওলানা মাঈনুদ্দীন আহমদ বলেন “ভাষা আন্দোলন ছিল এদেশের দেশপ্রেমিক জনতার স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ। এই আন্দোলনের প্রেরণায় পরবর্তী সকল আন্দোলনে বিজয় আসে।” তাই তিনি ভাষা আন্দোলন থেকে প্রেরণা নিয়ে আগামী দিনে সত্য প্রতিষ্ঠার সকল আন্দোলনে অংশ গ্রহণের আহবান জানান। সর্বশেষে প্রধান অতিথি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া- মুনাজাত পরিচালনা করেন।