15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

মহররমের শিক্ষা

হিজরী নববর্ষের প্রথম মাস মহররম মাস,এই মাস ইসলামের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। মহররম মাসের এই সকল ঘটনা কখনো আমাদেরকে উৎসাহিত করেছে আবার কখনো করেছে ব্যাথিত। মুহাররমের এই সকল গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে অবহিত হওয়া একজন মুমিনের জন্য খুবই প্রয়োজন। রাসূল (স) হাদিস থেকে জানা যায় যে, আল্লাহ তাআলা হযরত আদম (স) কে পৃথিবীতে প্রেরণ করেছেন এই মাসে। এই মাসে ইব্রাহিম (আ)কে তার অগ্নিকুন্ড থেকে মুক্তি পেয়েছেন। হাদিস থেকে আরো জানা যায় যে, পৃথিবীর মহা প্রলয় সংঘটিত হবে অর্থাৎ কেয়ামত সংঘটিত হবে এই মাসেই।তাছাড়াও যে দুটি ঘটনার কারণে মুহাররম মাস আমাদের কাছে তথা ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তার একটি হল জালিম শাসক ফেরাউনের করুণ পরিণতি এবং অপরটি হল নবীর দৌহিত্র ইমাম হোসাইন (রা) এর কারবালার প্রান্তরে বিয়োগান্তক ঘটনা।শেষোক্ত দুটি ঘটনার প্রথমটি একজন জালিম স্বৈরাচারের নির্মম পরিণতি দেখে একজন মুমিনের মনে এই চেতনা সৃষ্টি হতে পারে যে, জুলুম নির্যাতন নিপীড়ন খুবই সাময়িক এবং সময়ের ব্যবধানে একদিন তার অবসান হবেই।তাই মুমিনকে ধৈর্যের সাথে অগ্রগামী হতে হবে । অন্য যে ঘটনাটির কারণে মুহাররম মাস আমাদের কাছে স্মরণীয় তা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর মর্মান্তিক শাহাদাতের ঘটনা। যা দেখে একজন মুমিনের মনে এই চেতনা জেগে উঠবে যে শত বাধ-বিপত্তির মধ্যেও সত্যের পথে অবিচল থাকতে জীবন চলে যেতে পারে তবুও অন্যায়ের কাছে মাথা নত না করা। আর এটাই এটাই ঈমানের দাবি ,তাই ইসলামী আন্দোলনের সকল ভাই-বোনদের উচিত এই মাসের তাৎপর্য সম্পর্কে বেশি বেশি অধ্যায়ন করা । পরিবার পরিজনদেরকে এ মাসের গুরুত্ব সম্পর্কে সচেতন করা। বেশী বেশী নেক আমল করা এবং সত্যের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে দ্বীনের কাজে আত্মনিয়োগ করা।মহান আল্লাহ তায়ালা মুহাররমের এই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের সকলকে দ্বীনের পথে থেকে দ্বীনের কাজে আরো বেশি আত্মনিয়োগ করার তৌফিক দান করুক আমিন।

 

লেখক- জাকির হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ