মরহুম মাওলানা সোলাইমান রেজা বাশিরীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন” মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বিপদ,আপদ সব আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত। আমাদের সকল কিছুকে স্বাভাবিকভাবে নিয়ে আল্লাহর রাহে নিজেদের বিলিয়ে দিতে হবে। মুমিনের জীবনে দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনা সবই কল্যাণকর যদি সে শুকরিয়া ও সবর করে। মরহুম সোলাইমান রেজা ভাইয়ের মৃত্যু নিঃসন্দেহে তার পরিবারের জন্য পরীক্ষা। আমরা দোয়া করি ভাবী যেন তার ইয়াতিম তিন সন্তানদের নিয়ে সবরের সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন।” ড. মাসুদ মরহুম সোলাইমান রেজার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন এবং সবাই সাহায্য সহোযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান।
উক্ত দোয়ার অনুষ্ঠানে মরহুমের উদ্দেশ্য স্মৃতিচারণমূলক ও মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মুমিনুল হক, পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহ আলম, মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল আউয়াল জিহাদী, শহর শিবিরের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠু, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানার আমীর হাফেজ মাওলানা এ.এইচ. এম নাসির উদ্দীন সহ পটুয়াখালী ও মুন্সিগঞ্জ জেলা শিবিরের সাবেক নেতৃবৃন্দ সহ মরহুমের সহকর্মীবৃন্দ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।