ব্যারিস্টার মওদুদ আহমেদের ইন্তিকালে আমীরে জামায়াতের শোক প্রকাশ
সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের ইন্তিকালে শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৬ মার্চ ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন খ্যাতিমান আইনজীবী, আইন প্রণেতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তিকালে জাতি একজন বিদগ্ধ রাজনীতিবিদকে হারাল। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং দলীয় সহকর্মীসহ তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।