বৃক্ষরোপণ আন্দোলন কে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আমীরের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ এর অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেছেন, বৃক্ষরোপণ আন্দোলনকে ঘরে ঘরে পৌঁছে দেয়ার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। বৃক্ষ মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
তিনি বলেন, বৃক্ষ রোপনের গুরুত্ব উল্লেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কিয়ামত শুরু হয়ে যাচ্ছে দেখলেও তোমরা একটি গাছ লাগাও।” অথচ আমরা বৃক্ষ নিধন করে অহরহই পরিবেশের ভারসাম্য নষ্ট করে চলেছি। জামায়াতের সকল নেতাকর্মী ও নগরবাসীকে এ বর্ষা মৌসুমে একটি করে হলেও বৃক্ষ রোপন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সকলে মিলে একটি করে হলেও গাছ লাগিয়ে নারায়ণগঞ্জে তথা সারা দেশে বৃক্ষ রোপন আন্দোলনকে সফল করে তুলি এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিই।