15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

বিশ্ববিখ্যাত মুফাস্সিরে কোরআন আল্লামা সাঈদীর পুত্রবধূ সাইয়েদা সুমাইয়া বুলবুল সাঈদীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বিশ্ববরেন্য মুফাস্সিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জ্যেষ্ঠ পুত্র রাফিক বিন সাঈদীর স্ত্রী সাইয়েদা সুমাইয়া বুলবুল সাঈদীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৪ আগস্ট এক শোকবাণী প্রদান করেছেন।

প্রদত্ত শোকবাণীতে তিনি বলেন, ২০১২ সালের ১৩ জুন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে থাকাবস্থায় তার জ্যেষ্ঠ পুত্র রাফিক বিন সাঈদী ইন্তিকাল করেন। রাফিক বিন সাঈদীর ইন্তিকালের পর তার ২ কন্যা ও ১ পুত্র সন্তানের অবলম্বন ছিল তাদের মাতা সাইয়েদা সুমাইয়া বুলবুল সাঈদী। ২০১৭ সাল থেকে তিনি ক্যানসারে আক্রান্ত হন। কিছু দিন পূর্বে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ২২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ আগস্ট রাত সাড়ে ৮টায় তিনি ইন্তিকাল করেন। তার ইন্তিকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি যে ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেলেন, দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদের অভিভাবক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামীন তার সন্তান ও আল্লামা সাঈদীর পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন। মহান আল্লাহ তায়ালা তার সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।