বিশিষ্ট ইসলামীচিন্তাবিদ ড. এনায়েতউল্লাহ আব্বাসীর বড় ভাই এমদাদুল্লাহ আব্বাসীর মৃত্যুতে মহানগরী জামায়াত নেতৃবৃন্দের শোক
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বড় ভাই এমদাদুল্লাহ আব্বাসী গতকাল রাত নয়টার সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জুম্মা আব্বাসী মঞ্জিল পাঠানটুলিতে অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে শোকবানী প্রদান করে আজ গণমাধ্যমে যৌথ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
শোক বাণীতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম কামনা করেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি ও গভীর সমবেদনা জ্ঞাপন করে যেন তাদের এই শোকযেন শক্তিতে পরিণত হয় সেজন্য ও রাব্বুল ইজ্জতের দরবারে তাঁরা কায়মনোবাক্যে ফরীয়াদ করেন।