15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

বিজয়ের স্বাদ জনতার দোরগোড়ায় পৌছে দিতে সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই-আমীরে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, লাখো শহীদের রক্তস্নাত লাল সবুজের বাংলাদেশ বর্তমানে কঠিন সময় অতিবাহিত করছে। বিজয়ের ৫০ বছর পরও আমরা স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। দেশে আইনের শাসন নেই, মানুষের ভোটাধিকার নেই। বিচারের বানী নিভৃতে কাদঁছে। ধনী দরিদ্রের ব্যবধান দিন দিন বেড়ে চলেছে। মানুষের মৌলিক অধিকার চিকিৎসা ক্ষেত্রে চলছে বৈষম্য। বিজয়ের সুফল জনতার দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজের সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই।
তিনি শুক্রবার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কুশিঘাট সংলগ্ন শাহ সৈয়দ গাজী বুরহান উদ্দিন মাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রিয মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আমীরে জামায়াত আরো বলেন, স্বাধীনতার পর থেকে দেশে যথেষ্ট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এটা সত্য। তবে মহান স্বাধীনতার মুলনীতি আজো বাস্তবায়ন হয়নি। মানুষের মৌলিক অধিকার আজো প্রতিষ্ঠিত হয়নি। সামাজিক মর্যাদা, সাম্য ও ন্যায় বিচারের জন্য আমাদের অর্জন আজ বিসর্জনে পরিনত হয়েছে। সীমাহিন জুলুম নিপীড়ন উপেক্ষা করে জামায়াত সামর্থ অনুযায়ী আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য দেশপ্রেমিক জনতাকে শপথ নিতে হবে। নাগরিকের অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে।
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫ জন চিকিৎসকের নেতৃত্বাধীন একাধিক টীম দিনভর প্রায় ৫শত রোগীকে ফ্রি ব্যবস্থা পত্রের পাশাপাশি বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ২৪নং ওয়ার্ড কাউন্সিলার সোহেল আহমদ রিপন, থানা আমীর মুহাম্মদ আনোয়ার আলী ও সেক্রেটারী শাহেদ আলী, জামায়াত নেতা সৈয়দ ফরহাদ হোসেন, আহমদ আল মাসুদ ও মুক্তাদির আহমদ প্রমূখ।