বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ পূর্ব থানার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অসহায় ও শীর্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ পূর্ব থানা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পূর্ব থানার সম্মানিত আমীর হাফেজ মাওলানা এইচ এম নাসির উদ্দীন। থানা সেক্রেটারী ও মহানগরীর মাজলিসে শূরার সদস্য ফরীদউদ্দীনের সঞ্চালনায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার সহকারী সেক্রেটারী সারোয়ারুল ইসলাম খান, ১৪ পূর্ব সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারী ইদ্রিস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ পূর্ব থানার সাহিত্য সম্পাদক জনাব শহীদুল ইসলাম সহ অনান্য নেতৃবৃন্দ।

