বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি শামসুর রহমান খান বেনুর ইন্তেকালে মাওলানা মঈনুদ্দিন আহমদের শোক ও সমবেদনা
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি শামসুর রহমান খান বেনু গত ৭সেপ্টম্বর ২০২২ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরী শাখার আম মাওলানা মঈনুদ্দিন আহমদ। এক শোক বানিতে তিনি বলেন, “শামসুর রহমান খান বেনু একজন দেশ প্রেমীক ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত এবং আল্লাহর কাছে তার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।’’
মৃত্যুকালে জনাব মুন্সি বেনু স্ত্রী ছেলে মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। এ সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।