ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের
ফ্রান্সে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে নিয়ে রাষ্ট্রীয় মদদে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আজ সকালে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি শহরের কালির বাজার এলাকা থেকে বের হয়ে বিভিন্ন এলাকা ও সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী প্রতিবাদী সমাবেশে তৌহিদী জনতার পক্ষ থেকে এ সময় বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা আবু নকীব রেদোয়ান হোসেন, মাওলানা সারোয়ার হোসাইন প্রমুখ।নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবিলম্বে ফ্রান্সে এই প্রতিবাদের ভাষা পৌঁছানোর দাবি জানান। সমাবেশে নেতৃবৃন্দ বিশ্বব্যাপী ফ্রান্সের বিরুদ্ধে সর্বত্নক প্রতিরোধ গড়ে তোলা এবং সর্বস্তরে ফ্রান্সের পণ্য বর্জনের জন্য বিশ্ব মুসলিমের উদাত্ত প্রতি আহ্বান জানান ।