ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো: মাসুমের মায়ের মৃত্যুতে মাওলানা মঈনুদ্দিন আহমদের শোক ও সমবেদনা
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো: মাসুমের মা সৈয়দ আমিনা বেগম বার্ধ্যক্য জনিত সমস্যায় গত ৮ অক্টোবর শনিবার ফতুল্লা তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ।
এক শোক বানীতে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, মরহুমা সৈয়দ আমেনা বেগম একজন সত্যপরায়ণ ও সামাজিক মানুষ হিসেবে সর্বদা মানুষের উপকারে কাজ করে গেছেন। আমি মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”
মৃত্যুকালে মরহুমা সৈয়দ আমেনা বেগমের বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যু কালে তিনি ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।