পিসিআর ল্যাব চালু এবং আইসিইউ চালুর উদ্যোগ গ্রহণে জামাতের সন্তোষ প্রকাশ
গণদাবির প্রতি সম্মান প্রদর্শন করে করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় নগরী নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব চালু, পর্যাপ্ত কিট সরবরাহ এবং আই সি ইউ চালুর উদ্যোগ গ্রহণ করায় প্রশাসনের প্রতি ধন্যবাদ জানিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মাইনুদ্দিন আহমাদ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে ঢাকার পরে ঝুঁকিপূর্ণ শহর নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব চালু করে করোনার নমুনা পরীক্ষা বৃদ্ধি করা সহ আই সি ইউ চালু করা। দীর্ঘদিন পরে হলেও এ গণদাবি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এজন্য তিনি স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।