15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল।।

আজ বিকেল পাঁচটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ উত্তর থানার উদ্যোগে পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় স্থানীয় এক মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা আমীর জনাব জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ এর অন্যতম সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানীত আমীর মাওলানা মইনুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সম্মানিত সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারিবৃন্দ।দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন থানা কর্মপরিষদের সদস্য জনাব শিহাব উদ্দিন ,জনাব আব্দুর রহিম ,জনাব আলহাজ্ব মনির হোসাইন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈন উদ্দিন আহমাদ বলেন, যারা নিহত হয়েছেন তারা নিঃসন্দেহে সমাজের ভালো লোক। আমাদের বিশ্বাস আল্লাহ তাদেরকে অবশ্যই শাহাদাতের মর্যাদা দান করবেন। এরপরও আমরা আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করে নেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন। নিহতদের পরিবারগুলো যাতে সবরে জামিল করতে পারেন এ জন্য তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন।সাথে সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে যাদের অবহেলার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।