15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

পবিত্র কুরআনের অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতে ইসলামীর

কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘীরপাড় এলাকায় পবিত্র কুরআনুল কারীম অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৩ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,

“পবিত্র কুরআন মাজিদ আল্লাহ প্রদত্ত ঐশী বাণী। এটি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। সারা বিশ্বের মুসলমানগণ পবিত্র কুরআন মাজিদকে নিজেদের জীবনের চাইতেও বেশি ভালবাসে। কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘীরপাড় এলাকায় এক পূজা মণ্ডপের বেদীতে পবিত্র কুরআনুল কারীম রেখে দুর্বৃত্তরা চরম দৃষ্টতার পরিচয় দিয়েছে। তারা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে মারাত্মক আঘাত দিয়েছে। আমরা পবিত্র কুরআনের অবমাননার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও যুগ যুগ ধরে বাংলাদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করে আসছে। মুসলমানগণ সকল ধর্মের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল। পৃথিবীর সব দেশের সংবিধানে ধর্মীয় অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, একটি বিশেষ মহল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানছে। তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং মুসলমানদের ক্ষেপিয়ে তুলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে চায়। তাদের টার্গেট হচ্ছে হাজার বছর ধরে চলা এ দেশের সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্ট করা। কিন্তু মুসলমানগণ তাদের এই দূরভিসন্ধি কিছুতেই বাস্তবায়ন হতে দেবে না।

আমরা ধর্মপ্রাণ মুসলমানদের শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে পবিত্র কুরআন মাজিদ অবমাননার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”