নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারীর মেঝ বোনের মৃত্যুতে নগর আমীরের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল কাইয়ুম এর মেজবোন বার্ধক্যজনিত কারণে গতরাত আটটায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ এক শোকবার্তা প্রেরণ করেন। শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বলেন, ‘‘আল্লাহ রাব্বুল আলামীন যেন তার গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং নেকিসমূহের পুরস্কার বহুগুণ বাড়িয়ে দিয়ে জান্নাতের উচ্চতম মাকামের মেহমান হিসেবে তাকে কবুল করে নেন।’’
মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘‘মহান আল্লাহর দরবারে দোয়া করি, আপনজন হারানোর এই মুহূর্তে আল্লাহ যেন তাদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।’’
মরহুমার রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করার জন্য তিনি সংগঠনের সকল স্তরের জনশক্তি সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।