নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর এড. নজরুল ইসলামের শয্যার পাশে মহানগরী আমীর
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলার সাবেক আমীর, সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এড. নজরুল ইসলামকে আজ দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর জননেতা মাওলানা মাঈনুদ্দীন আহমদ। এই সময় তাঁর সাথে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল আহমেদ শ্যামল। মাওলানা মাঈনউদ্দীন আহমাদ অসুস্থ জামায়াত নেতা এড. নজরুল ইসলামের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন ও তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করেন । এই সময় এড.নজরুল ইসলাম সংগঠনের সকল স্তরের জনশক্তি সহ দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।