নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর বিশিষ্ট আইনজীবী অসুস্থ এড. আব্দুল কাদের মিয়ার শয্যার পাশে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য বিশিষ্ট আইনজীবি এড.আব্দুল কাদের মিয়া গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন তাঁর নিজ বাসভবনে শয্যাশায়ী রয়েছেন। এমতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান গতকাল জু’আ বার তাঁকে দেখতে তাঁর বাসভবনে যান। তিনি অসুস্থ এড.আব্দুল কাদের মিয়ার শারীরিরক অবস্থার খোঁজ খবর নেন এবং তাঁর সুস্থতার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে মুনাজাত করেন । এই সময় তাঁর সাথে ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মনোয়ার হোসেন। অসুস্থ এড. আব্দুল কাদের মিয়া তাঁর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।