15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

লঞ্চ দূর্ঘটনার ঘটনা মর্মান্তিক ও হৃদয়বিদারক -মাওলানা মাঈনুদ্দীন আহমদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেছেন, “শীতলক্ষা নদীতে লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃত্যু বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক।” তিনি আজ সকালে লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন। তিনি এসময় হতাহতদের স্বজনদের সমবেদনা ও শান্তনা জানান এবং এ শোকার্ত অবস্থাতেও ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি মৃতদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে মুনজাত করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রশাসন ও বিত্তশালীদের আহ্বান জানান।
এই সময় তার সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারী মাওলানা আবু রাকিব, মহানগরীর মজলিসে শূরার সদস্য ও বন্দর (দক্ষিণ) থানার আমীর জননেতা মাওলানা শেখ ফজলুল হাই জাফরি, বন্দর (দক্ষিণ) থানার সেক্রেটারী কাজী রেজওয়ানুল হক মামুন, জামায়াত নেতা আক্তার সহ স্হানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
 May be an image of 2 people, people standing and outdoors