নারায়ণগঞ্জে ‘চেতনা ২১’ সাময়িকীর মোড়ক উন্মোচন

শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে প্রকাশিত একুশের সাময়িকী ‘চেতনা ২১’ এর মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় প্রিয়াঙ্গন মিলনায়তনে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়।
শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি মুহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুজাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা এম এম আহমদ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবুর রহমান শেখ, শিহাব উদ্দিন, আব্দুর রাহিম, শিল্পী সাইদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, শিল্পী মনিরুল আলম সহ প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি শিহরণের প্ৰথম সাময়িকী ‘চেতনা ২১’ এর মোড়ক উম্মোচন করেন।