নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় লঞ্চ ডুবিতে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জের সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় এসকে-৩ রাবিত আল হাসাত নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে ২৬ জনের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মাঈনুদ্দীন আহমদ ও মহানগরী সেক্রেটারী মাওলানা আবু রাকিব। নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে গতকাল সন্ধ্যায় শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় লঞ্চ ডুবে ২৬ জনের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তাঁরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ, ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং নিহতের পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি আহবান জানান।