নারায়ণগঞ্জের তল্লায় গ্যাস বিস্ফোরণে শহীদ হওয়া মাসজিদের ইমাম মাওলানা আবদুল মালেক নেছারীর কবর জিয়ারত এবং তার রূহের মাগফিরাত কামনা
৯ সেপ্টেম্বর বুধবার নারায়ণগঞ্জ জেলার তল্লা মসজিদের ইমাম মাওলানা আবদুল মালেক নেছারীর কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল আওয়াল, কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আলী আশরাফ খান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, দাউদকান্দি পূর্ব সাংগঠনিক উপজেলা শাখার আমীর জনাব মনিরুজ্জামান বাহলুল, মুরাদনগর উপজেলা শাখার আমীর মাওলানা ইলিয়াস সহ আরো অনেক নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় ভয়াবহ বিস্ফোরণে ঐ মসজিদের ইমাম মাওলানা আবদুল মালেক নেছারী আগুনে দগ্ধ হয়ে ইন্তিকাল করেন। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পুটিয়াজুড়ি গ্রামে।
এ সময় নেতৃবৃন্দ মাওলানা আবদুল মালেক নেছারীর কবর জিয়ারত করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করে তারা বলেন, তিনি যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। এ সময় নিহত ইমামের বয়োবৃদ্ধ অসুস্থ মাতা কান্নায় ভেঙে পড়েন। তার কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নেতৃবৃন্দ নিহত ইমামের মাতাকে সান্ত্বনা দেন এবং দোয়া করেন, আল্লাহ যেন তার পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।