15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

নারায়ণগঞ্জ মহানগরীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে পুলিশ সুপার বরাবর বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরীর আবেদন

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ মহানগরীতে বিক্ষোভ মিছিল করার অনুমতি চেয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের বরাবর লিখিত আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর অফিস সেক্রেটারি আবু আব্দুল্লাহ স্বাক্ষরিত আবেদন পত্র জমা দিতে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে যান সিনিয়র আইনজীবি এডভোকেট আয়াতুল বোরহানের নেতৃত্বে ৭ জন আইনজীবি প্রতিনিধি দল। আবেদন পত্রটি পুলিশের সংশ্লিষ্ট শাখা গ্রহণ করেন।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ মহানগরীর ডিআইটি মসজিদের সামনে থেকে পুরাতন কোর্ট মসজিদ পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবেদনে বিক্ষোভ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনুমতি প্রদানসহ নারায়ণগঞ্জ পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র আইনজীবি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, অ্যাডভোকেট মোঃ নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন, অ্যাডভোকেট মোঃ আয়নল হক ও অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।