নারায়ণগঞ্জে বিদ্যুৎ স্পর্শ হয়ে নিহত তিনজন মহিলার পরিবারের প্রতি জামায়াত নেতৃবৃন্দের সমবেদনা জ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ মহানগরীর ১৪ নং ওয়ার্ড দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎ স্পর্শ হয়ে সনাতন(হিন্দু) ধর্মের তিনজন গৃহকত্রী মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে। এই মর্মান্তিক এবং হৃদয়বিদারক ঘটনা সর্বস্তরের মানুষকে আহত করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ পূর্ব থানার নেতৃবৃন্দ নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আজ শুক্রবার পূর্ব থানার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে থানার জামায়াত নেতৃবৃন্দ নিহত পরিবারের সাথে দেখা করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা সহ উপস্থিত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন ও ধৈর্য ধারণের পরামর্শ দান করেন। এছাড়া নেতৃবৃন্দ নিহত পরিবারের
ছোট ছোট শিশুদেরকে সান্ত্বনা দিয়ে কিছু খাদ্য সামগ্রী ও প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন থানার কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল সোয়াদ, ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান, সেক্রেটারী ইদ্রিস আলী, তাজুল ইসলাম, আবু তাহের, দিলাওয়ার হেসেন, রিয়াদ আহমদ, ওমর ফারুক সহ আরো অনেকে।