15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে নিহত মুসল্লিদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য ১২ সেপ্টেম্বর শনিবার এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় এক মিলনায়তনে মহানগর সেক্রেটারী সোলাইমান হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সম্মানীত আমীর মাওলানা মঈন উদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সেক্রেটারী জনাব আলমগীর হোসেন ও কেন্দ্রীয় অফিস বিভাগের সেক্রেটারী জনাব মোঃ আবুল হাশেম। দোয়ার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি জনাব নুরুজ্জামান, আব্দুল্লাহ মোহাম্মদ ফাইসুল, মোঃ আব্দুল হাই প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে জনাব মাওলানা মঈন উদ্দিন আহমাদ বলেন, যারা আল্লাহর প্রিয় ব্যক্তি তারাই ঐদিন নামাজ রত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। কেউ ইচ্ছা করলেই শাহাদাতের মর্যাদা পেতে পারে না। আল্লাহ রাব্বুল আ’লামিন তাদেরকে পছন্দ করেছেন বলেই তারা সেদিন মসজিদে গিয়ে নিহত হয়েছিলেন। আমরা মহান আল্লাহ তা’য়ালার দরবারে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি। বিশেষ অতিথি বলেন, মুসল্লিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে দোষারোপ করে মুসলিম ইউনিটি নষ্ট করা উচিত নয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা জরুরী। শেষে প্রধান অতিথি মাওলানা মঈন উদ্দিন আহমাদ সকলকে নিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করেন যেন আল্লাহ তায়ালা নিহতদের শাহাদাতের মর্যাদা দান করেন এবং আহতরা পরিপূর্ণ সুস্থ হয়ে তাদের পরিবারে ফিরে আসতে পারেন।