15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমিরের শোক প্রকাশ

গতকাল শুক্রবার রাতে পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালীন সময় হঠাৎ করে গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে এসি বিস্ফোরণের ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মাসজিদের ইমাম, মোয়াজ্জিন,সাংবাদিক, সরকারী তোলারাম কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের ছাত্র ও শিশু সহ প্রায় ২১ জন মৃত্যুবরণ করেছেন। আহত অবস্থায় হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রয়েছেন আরো প্রায় ১৭ জনের মত, যাদের অনেকেরই জীবিত থাকার আশা ছেড়ে দিয়েছেন ডাক্তারগন। এমন ‍দুর্বিষহ পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মঈন উদ্দিন আহমাদ আজ সকালে অন্যান্য জামায়াত নেতৃবৃন্দকে সাথে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এক শোক বাণী প্রদান করেন। শোক বাণীতে তিনি বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌসে তাদের আবাসস্থল নির্ধারণ করেন। তিনি আহতদের সুচিকিৎসার  জন্য সরকারের কাছে আহ্বান জানান । মাওলানা মাঈনউদ্দীন আহমদ এমন হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবী করেন।তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মহান মনিবের কাছে প্রার্থনা করেন। তিনি নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তারা যেন এই শোক অতি তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে এই জন্য তিনি মহান রবের দরবারে ফরিয়াদ করেন।