15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

নারায়ণগঞ্জবাসীকে মহানগরী জামায়াত আমীর জনাব আবদুল জব্বারের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

নারায়ণগঞ্জবাসী সহ সমগ্র দেশবাসীকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ২১ শে এপ্রিল গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন Bangladesh Islami Chhatrashibir এর সাবেক কেন্দ্রীয় সভাপতি, Bangladesh Jamaat-e-Islami এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরীর আমীর জনাব মুহাম্মদ আবদুল জব্বার।
বিবৃতিতে তিনি বলেন, “কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক সংকট, আমাদের দেশে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, তীব্র দাবদাহ,লোড শেডিংয়ে যখন জনজীবন বিপর্যস্ত ঠিক তখনই যেন রহমতের বার্তা নিয়ে আমাদের মাঝে ঈদুল ফিতরের আগমন। আমি নারায়ণগঞ্জবাসীসহ সারাদেশের মানুষকে গণমানুষের ভালবাসায় সিক্ত প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারবাদ জানাচ্ছি। আমি নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি। আমি বিশ্বাস করি ঈদুল ফিতরের সাম্য, সৌহার্দ্য ও সহমর্মিতার বাণী বুকে ধারণ করে সমাজে বিদ্যমান ভেদাভেদ,হানা-হানি,অশাান্তি ,জুলুম দূর করে এমন একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারব যেখানে থাকবেনা কোন অনাচার, অবিচার ,শোষণ ও পাপাচার।”
বিবৃতিতে জনাব আবদুল জব্বার ঈদুল ফিতরের আগেই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারী জেনারেল এ.টি.এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিমউদ্দীন, সাবেক এমপি আব্দুল খালেক, সাবেক এমপি ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য শাহজাহান চৌধুরী ,নারায়ণগঞ্জ মহানগরী সহ সারাদেশে বিভিন্ন মামলায় অন্যায়ভাবে আটক নেতৃবৃন্দদের অবিলম্বে মুক্তি প্রদানের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।