নামাজরত অবস্থায় অসুস্থ নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীরকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলার আমীর, বয়োবৃদ্ধ অসুস্থ মোঃ মুমিনুল হককে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়ে এক বিবৃতি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী – নারায়ণগঞ্জ মহানগরী সম্মানিত আমীর মুহাম্মদ আবদুল জব্বার।
বিবৃতিতে তিনি বলেন, “গত ২৫ ডিসেম্বর মসজিদে এশার নামাজরত অবস্থায় তার গ্রামের বাড়ি মতলব হতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে যা কোন সভ্য সমাজের কাজ হতে পারে না। আমি এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
তিনি আরো বলেন “মিথ্যা বানোয়াট হয়রানি মূলক তৎপরতার মাধ্যমে বিরোধী দল ও মতকে দমনের অপকৌশল থেকে সরকারকে সরে আসতে হবে। নচেৎ সময়ের পরিক্রমায় তারা ইতিহাসের আস্তকুড়ে নিক্ষিপ্ত হবে।