নাজমুল হক সাঈদী ও আদেল ইবনে আওয়ালসহ ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামালপুর জেলা শাখার আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, বক্শিগঞ্জ উপজেলা আমীর আদেল ইবনে আওয়ালসহ ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“২০ অক্টোবর জামালপুর জেলার বকশিগঞ্জ পৌরসভার একটি মসজিদ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামালপুর জেলা শাখার আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, বকশিগঞ্জ উপজেলা আমীর আদেল ইবনে আওয়ালসহ ১৪ জন নেতাকর্মীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। মূলত বকশিগঞ্জ পৌরসভায় তারা একটি দ্বীনি প্রতিষ্ঠান (মাদ্রাসা) প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। আর সে ব্যাপারে পরামর্শ করার জন্যই তারা একত্রিত হয়েছিলেন। মিটিং শেষে তারা মসজিদে আসরের নামাজ আদায় করতে যাওয়ার পর সেখান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। কোনো কারণ ছাড়াই এভাবে মসজিদ থেকে তাদেরকে গ্রেফতারের ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই।
ফ্যাসিবাদী এই সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আর সে ব্যর্থতা ঢাকতেই জামায়াতের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র, চক্রান্ত ও মিথ্যাচার অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রাম, কুমিল্লা, জামালপুরসহ দেশের বিভিন্ন জায়গায় জামায়াত নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার হয়রানি করছে। আমরা সরকারের এ স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে জামালপুর জেলা শাখার আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, বকশিগঞ্জ উপজেলা আমীর আদেল ইবনে আওয়ালসহ সারদেশে গ্রেফতারকৃত জামায়াতের সকল নেতাকর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”