নরসিংদীতে ৫ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৫ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৫ আগষ্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“১৪ আগষ্ট দিবাগত রাতে নরসিংদী জেলার মাদবধী থানায় ইউনিয়ন আমীরসহ ২ জন, রায়পুর থানায় ২ জন এবং শিবপুর থানায় ১ জনসহ ৫ জন নেতা-কর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছিল না। শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা সরকারের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
করোনা ভাইরাস সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে যখন সারাদেশে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তখন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীগণ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে সাহায্য-সহযোগিতা নিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। দেশের এহেন বিপর্যয়কর পরিস্থিতিতে সরকারের এই বাকশালি আচরণ খুবই দুঃখজনক।
অবিলম্বে নরসিংদী জেলায় গ্রেফতারকৃত ৫ জন নেতা-কর্মীসহ সারাদেশে গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”