15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

ধর্মের নামে সকল প্রকার বাড়াবাড়ি পরিহারের আহবান জামায়াত আমীরের

গতকাল ফরিদপুরের সালথায় আহলে হাদীসের অনুসারীদের মাসজিদ ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি ধর্মের নামে সকল প্রকার বাড়াবাড়ি পরিহারের জন্য সকল পক্ষকে আহবান জানান।

 

তিনি কিছুক্ষণ আগে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন ‘’ ফরিদপুরের সালথায় যে ঘটনা ঘটে গেল তা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। ধর্মের নামে কোন ধরনের বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয়। যে বা যারাই ধর্মের নাম ব্যবহার করে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কাজ কোনভাবেই সমর্থনযোগ্য নয়। সকল মহলকেই ধৈর্য, সহনশীলতা ও দূরদর্শীতার পরিচয় দিতে হবে।’’